|

বঙ্গবন্ধু আমার বাংলাদেশ

প্রকাশিতঃ ১:৩০ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার :

শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা ছিলেন এটা বাঙালী অবাঙ্গালী সবারই স্বীকার করতে হবে, বঙ্গবন্ধু একটি বিশ্বাস, জাতিসত্তা, আস্হার শেষ ঠিকানা সকল স্বাধীকার আন্দোলনের অনুপ্রেরনা। তার অসীম সাহস সুদৃঢ় বিশ্বাস সফল নেতৃত্বেরর কারনে আমাদের স্বাধীন বাংলাদেশ। যতদিন বেচে ছিলেন ততদিন মানবের কল্যাণকর কাজ গুলো করে ছিলেন , এবং তার রাজনীতির আদর্শ ছিল গণমানুষের মুক্তির জন্য। আর সে জন্যই এই মহান নেতাকে বহুবছর কাটাতে হয়েছে কারাগারে। বাংলাদেশ সৃষ্টিরর জন্যপ্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুরর প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধে তিনি সফল সংগঠন হিসাবে ভুমিকারাখেন ১৯৭১ সালে র ১৬ ই ডিসেম্বর আমাদের বাংলাদেশ স্বাধীন হয় কিন্তুু স্বাধীনতার স্বাধ বা পরিপূর্ণতা আসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতীর পিতার দেশে আগমনের মাধ্যমে সদ্য স্বাধীন দেশটাকে সুন্দর করার জন্য পিতা মুজিবের চেষ্টা ছিল অনেক। কিন্তুু সে সময় ই সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য দেশী বিদেশী কিছু কুলাংগার মিলে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট হত্যা করে পিতা মুজিব কে। হত্যা করে তারা থেমে থাকেনি, জেনারেল জিয়া ইনডেমিনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে পিতা মুজিবের হত্যার বিচার যেন না হয় সে পথ তারা রুদ্ধ করে দেয়। কিন্তুু জাতীর জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার পিতার হত্যা কারীদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে সক্ষম হয়। আর বাংগালী জাতি হয় কিছুটা দায় মুক্ত। জাতীর পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা করা আর সে স্বপ্নকে সফল করে যাচ্ছেন আমাদের প্রানপ্রিয় নেএী শেখ হাসিনা, তার সততা মেধা কর্ম দক্ষতার কারনে আজ দেশ এগিয়ে যাচ্ছে অনেক দুর, শিক্ষা, কর্মসংস্থান শিল্প, কৃষি যোগাযোগব্যবস্থা তথ্যপ্রযুক্তি মিডিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, সকল দিকে এগিয়ে যাচ্ছে দেশ, আমাদের প্রত্যাশা উনি বেচে ঁ থাকুক ভাল থাকুক,পিতা মুজিবের আদর্শ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। জয়বাংলা জয়বঙ্গবন্ধু।

লেখক

প্রকাশক: ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।

Print Friendly, PDF & Email