ভালুকায় তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি
প্রকাশিতঃ ১১:২০ অপরাহ্ণ | অক্টোবর ১১, ২০২৫

আনোয়ার হোসেন তরফদার:
ময়মনসিংহের ভালুকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পৌর সভার ৯টি ওয়ার্ডের জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। শনিবার (১১অক্টোবর) সকালে পৌর সদরের কাঁঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও দুপুরে সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপহার সামগ্রী গুলো বিতরণ করা হয়। এসময় পৌরসভার ৯ ওয়ার্ডের লোকের কাছে দশ হাজার শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।
শাড়ী লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, উপজেলা বি এনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, জেলা যুবদলের সহ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, শাহ মোহাম্মদ সুজন,পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুল আলম মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি তানবির হাসান শান্ত সহ নেতাকর্মীরা।