গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন
প্রকাশিতঃ ১১:২৬ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৮

গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে শাহিন হোসেন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার চাচাত ভাইদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামেরই মকবুল হোসেনের ছেলে।
পাগলা থানার ওসি মোখলেছুর রহমান জানান, চলাচলের রাস্তাকে কেন্দ্র করে শাহিন হোসেনকে কুপিয়ে হত্যা করে তারই চাচাত ভাই রাকিবসহ অন্যান্যরা। তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি মোখলেছুর রহমান