|

ছাইড়া দে মা কাইন্দা বাঁচি!- আওলাদ হোসেন রুবেল

প্রকাশিতঃ ৪:২৭ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০১৮

আওলাদ হোসেন রুবেল:

ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর টু সখিপুর সড়কটি ধীরে ধীরে নালা থেকে ডোবা, ডোবা থেকে পুকুরে রুপান্তরিত হচ্ছে। এই সড়কে চলতে গেলে কিছুক্ষণ পরপর পানি আর কাঁদার সাথে যুদ্ধ করে আল্লাহপাকের নাম মুখে জপতে জপতে গাঁয়ের ঘাম জড়িয়ে গন্তব্যে পৌঁছতে হয়। সামনে বর্ষা আসছে, আর তখন এই সড়কে নৌকার প্রয়োজন পড়বে। আমরা আমজনতা নৌকা কেনার টাকা পাবো কোথায়? তাই মনে মনে এখন বলি “ছাইড়া দে মা কাইন্দা বাঁচি”!#

 

লেখক: ময়মনসিংহ প্রতিনিধি, এসএ টেলিভিশন ও সদস্য ভালুকা প্রেসক্লাব

Print Friendly, PDF & Email