নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রকাশিতঃ ১:১৯ পূর্বাহ্ণ | মে ০৬, ২০১৮

মো. ওয়াহিদুল ইসলাম, জাককানইবি: বাঁচতে চায় মরণব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শরীফ আহমেদ। সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। থ্যালাসেমিয়া এমন একটি রোগ যার ফলে আমাদের দেহে লোহিত রক্ত কনিকা উৎপাদন বন্ধ হয়ে যায়। শরীফের শরীরে রক্তশূন্যতা ধরা পরে আরো ৬ বছর আগেই এবং সেটির চূড়ান্ত ভয়ানক অবস্থা দাঁড়ায় থ্যালাসেমিয়ায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: খোরশেদ আলম জানান, শিগগিরই শরীফের বোনম্যারো ট্রান্সপান্ট করতে হবে। এর জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। তাঁর বাবা (সোবহান আলী) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বাজারে চা বিক্রয় করেন। তাঁর বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছ থেকে সহায়তা ও দোয়া চেয়েছেন শরীফের বাবা। তাঁর বিশ্বাস বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো প্রাণে বাঁচবে তার আদরের ধন।
শরীফকে সহযোগিতা করতে চাইলে সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগঃ
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং আইডি- ০১৯২৬২৭৪৯১৪৫ শাহিনুর রহমান শিমুল।
বিকাশ আইডি- ০১৯১৩৬৬৫৩২২, ০১৭২৭৯০০৮১৭ আকরাম হোসাইন।
শরীফের পিতাঃ ০১৬২১৬৯০৬৫০ মো: সোবহান আলী, ভবানীপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।