|

‘প্রেমে বাধা দেওয়ায়’ খুন হয় ফুলবাড়িয়ার স্কুলছাত্র মেহেদী

প্রকাশিতঃ ৯:০৬ পূর্বাহ্ণ | মে ২৪, ২০১৮

ফুলবাড়িয়া প্রতিনিধি:  অপহরণ ও খুনের দুইমাস ১৮ দিন পর ময়মনসিংহের ফুলবাড়িয়ার স্কুলছাত্র মেহেদী হাসানের মরদেহ মাটিচাপা কবর থেকে উদ্ধার করা হয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বুধবার রাতে উপজেলার পলাশীহাটা বাজারে পরিত্যক্ত গুদামঘরের মেঝে খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

রাতেই ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য জানান। এর আগে এদিনই ভালুকা উপজেলার সিডস্টোর বাজার থেকে মেহেদী হাসান হত্যার আসামি আল আমীন (২২) ও তুষার (২৩) এবং পরে তুষারের বড় ভাই উজ্জ্বলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে প্রেমে বাধা হয়ে দাঁড়ানোয় মেহেদীকে হত্যার পর লাশ গুম করতে মাটিচাপা দেওয়ার দায় স্বীকার করেন আল আমিন ও তুষার। পরে রাত ১২টায় গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে পলাশীহাটা বাজারে উজ্জ্বলের পরিত্যক্ত গুদামঘরের মেঝে খুঁড়ে পুলিশ মেহেদীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গত ৬ মার্চ এসএসসি পরীক্ষা শেষে উপজেলার কেশরগনজ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মেহেদী। সে আর বাড়ি ফেরেনি। গ্রেপ্তার হওয়া দুই যুবক মেহেদীর বন্ধু এবং একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ড জড়িতদে ফাঁসির দাবি জানিয়েছেন মেহেদীর বাবা শাহজাহান।

ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহ উদ্ধারের অভিযান তদারকি করেন জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এ নেওয়াজী ও অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান, উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন ও এসআই পরিমল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
জানা যায়, অপহরণের পরে মেহেদীর মোবাইল ফোন থেকে ছয় লাখ টাকা মুক্তিপণ চেয়ে মা মিনারার মোবাইলে এসএমএস পাঠানো হয়। পরে সেই মোবাইল বন্ধ করে দেয় অপহরণকারীরা। ১২ মার্চ মেহেদীর মা মিনারা বেগম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মেহেদী অপহরণের জট খুলতে মামলার তদন্তভার দেওয়া হয় জেলা ডিবিকে। তারা তুষারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে এবং কারাগারে পাঠায়।

মেহেদী ফুলবাড়িয়া পলাশীহাটা উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল। সে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাস করেছে।

এর আগে মেহেদী হাসানের সন্ধান দাবিতে স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক, সহপাঠী ও স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

Print Friendly, PDF & Email