|

রাশিয়া বিশ্বকাপ জিতবে ব্রাজিল, রানার্সআপ জার্মানি!

প্রকাশিতঃ ২:০৩ পূর্বাহ্ণ | জুন ০৩, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: দুরুদুরু বুকে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর রাশিয়ার দিকে। পছন্দের দল জিতবে তো? আশা আর শঙ্কা নিয়ে অপেক্ষা এখন মূল লড়াইয়ের।

তবে রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে সুখবর পেলো ব্রাজিল সমর্থকরা। অস্ট্রিয়ার একদল সংখ্যাতত্ত্ববিদরা বলছেন, রাশিয়া থেকে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবেন নেইমাররা।

তারা বলছেন, সব হিসাব মিলে গেলে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপের মুকুট পেতে চলেছে ব্রাজিল। তাদের হিসেবে রানার্সআপ হবে জার্মানি।

সংখ্যাতত্ত্বের বিচারে দুই দেশ যদি ফাইনালে মুখোমুখি হয় তাহলে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫০.৬ শতাংশ। আর তুলনায় জার্মানির প্রায় ৪৯.৪ শতাংশ।

এছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনারও ভাল সুযোগ রয়েছে। যদিও মেসি মনে করছেন, একা তার উপর ভরসা রাখলে চলবে না। এদিকে গণিতজ্ঞরা বলছেন, আর্জেন্টিনার এবার সেই অর্থে বিশ্বকাপ জয়ের কোনো সম্ভাবনাই নেই। যেটুকু আছে, সেটা মেসি দুরন্ত পারফর্ম করলে সম্ভব, না হলে নয়। পর্তুগালের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। তারা ইউরো চ্যাম্পিয়ন হলেও, বিশ্বকাপ জিততে পারবে না।

তাদের মতে, শেষ চারটি দল হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ব্রাজিল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মতো দলের। ব্রাজিল নামবে ফ্রান্সের বিরুদ্ধে। সেই সম্ভাবনা ৯.৪ শতাংশ। আর জার্মানি নামবে স্পেনের বিরুদ্ধে। সেই সম্ভাবনা ৯.২ শতাংশ। এই লড়াইয়ে ব্রাজিল ও জার্মানিই জিততে চলেছে। ফাইনালে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৬.৬ শতাংশ। সেখানে জার্মানির সম্ভাবনা ১৫.৮ শতাংশের মতো।

Print Friendly, PDF & Email