|

“আমার কিছু কথা”- আবুল কালাম আজাদ

প্রকাশিতঃ ৪:১৬ পূর্বাহ্ণ | জুন ০৮, ২০১৮

আবুল কালাম আজাদ:

বৃহত্বর ময়মনসিংহের গাজীপুর থেকে ঢুকতেই ১ম ইউনিয়ন ভালুকা উপজেলার ১০ নং হবির বাড়ি ইউনিয়ন যেখানে রয়েছে বাংলাদেশের সনাম ধন্য গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ গুলো। এই ইউনিয়নের দিকে লক্ষ্য ময়মনসিংহ জেলা নয় শুধু উত্তরের কয়েকটি জেলা উপজেলার নেতৃবৃন্দ এবং সাধারন মানুষ যাদের জীবন চলার পথ সুগম করে দেয় এই ইউনিয়নের কর্মের উপর। আর ইউনিয়নে আমরা বিগত দিনে লক্ষ্য করেছি প্রকাশ্যে এবং গোপনে মাদকের সয়লাভ ছিল। অনেক পরিবারের সোনার ছেলেরা ইয়াবা এবং অন্যান্য মরণ বেধী মাদকের পাল্লায় পরে পরিবার সহ ধ্বংস হয়ে গিয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনাকে যার বিচক্ষনতা দিয়ে জঙ্গি বাদ নির্মূল করেছেন এবং বর্তমানে মাদক মুক্ত বাংলাদেশ গঠন করার কাজ হাতে নিয়েছেন। আমি বিশ্বাস করি এটাও বঙ্গ বন্ধুর কন্যা পারবেন।আমার ইউনিয়ন নিয়ে প্রশাসনের নিকট আমার প্রশ্ন হবির বাড়ি ইউনিয়নে যদি যুব সমাজের শতকরা ২০ ভাগ ছেলেরা নেশা খায় তারা এই নেশা ক্রয় করে কোথা থেকে ? প্রতিদিন আমরা শুনি ক্রসফায়ারের কঁথা কিন্তু দুখের বিষয় এত নেশাখুর থাকার পরেও একজন বিক্রেতা ধরা পরে না। অভিযানকে স্বাগত জানাই।বাংলাদেশকে মাদক মুক্ত করতে হলে আরো কঠিন অভিযান প্রয়োজন।আমি হবির বাড়ি ইউনিয়নের জনগনের পক্ষে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি যারা নেতৃত্ব দেয় পর্দার আড়ালে অনেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকে। সাধারন মানুষ মুখ খুলে প্রকাশ করতে পারে না তাই প্রশাসন ইচ্ছে করলে নিবির পর্যবেক্ষন করলেই মাদক ব্যবসায়ী বেরিয়ে আসবে।আমি আশা করি যারা সমাজের উন্নয়নের চিন্তা করে যারা সমাজের সাধারন মানুষের কল্যাণে রাজনীতি করে প্রত্যেকটা নেতাই প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করবে।কথা গুলি বলে যদি ভূল করে থাকি ক্ষমা করে দিবেন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

লেখক: শিল্পপতি ও আ‘লীগ নেতা।

Print Friendly, PDF & Email