|

ফুলপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

প্রকাশিতঃ ১২:২৬ পূর্বাহ্ণ | জুন ২৭, ২০১৮

মোস্তফা খান, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলপুর পৌর শহরে এক মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয।

র‌্যালি শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামেলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান ফুলপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, পৌর আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান প্রমুখ। সভায় স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ বিভিন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

Print Friendly, PDF & Email