|

ভালোবাসার টানে ঘর ছাড়ছেন রাজকন্যা

প্রকাশিতঃ ৯:৫০ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: জাপানের রাজপরিবারের সর্বকনিষ্ঠ রাজকন্যা আয়াকো তার নিজ দেশের এক সাধারণ যুবককে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।এ তথ্য জানিয়েছে জাপানের ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি।

জাপানের সম্রাট আকিহিতোর চাচাতো বোন এবং প্রয়াত প্রিন্স তাকামোদোর তৃতীয় এবং সর্বকনিষ্ঠ কন্যা আয়াকো। তিনি এক শিপিং ফার্মের কর্মী কেই মরিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।খবর সিএনএন।

জানা গেছে, কেই মরিয়া সঙ্গে আয়াকোকে তার পিতাই পরিচয় করিয়ে দেন। তিনি ভাবেন, যেহেতু আয়াকো সমাজকল্যাণ নিয়ে পড়ছে তাই কেইয়ের সাথে তার পরচয় হলে ভালো হবে। পরে দেখা যায়, এ দুজন সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

আয়াকো এবং কেইয়ের পরিচয় মাত্র এক বছরের। তারা আগস্টের ১২ তারিখ আনুষ্ঠানিকভাবে বাগদান করবেন এবং ২৯ অক্টোবর বিয়ে করবেন।

জাপানের নিয়ম অনুযায়ী, বিয়ের সাথে সাথেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এই রাজকন্যা। তবে তিনি একটি বোনাস পাবেন, যার মূল্যমান এক মিলিয়ন ডলারের মতো।

এর আগে গত মে মাসে পরিবারের আরেক রাজকন্যা মাকো আইনজীবী কেই কোমোরোকে বিয়ে করার সংকল্প জানান।

Print Friendly, PDF & Email