|

৯ বছর পর বিদেশে সিরিজ স্বাদ পেলো টাইগাররা

প্রকাশিতঃ ৫:১৩ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ জয়ের মধ্য দিয়ে ২-১-এ সিরিজ জিতল বাংলাদেশ। তামিম ইকবাল ৩ ম্যাচ সিরিজের ২য় শতক করেছেন।

মাশরাফি বিন মুর্তজার অপ্রকাশিত কথাটা এবার তাহলে বলাই যায়। কাল যখন অধিনায়ককে মনে করিয়ে দেওয়া হচ্ছিল সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশের অতীত রেকর্ড, মনোযোগ দিয়ে শুনলেন। ২০০৯ সালে বাংলাদেশ এখানে এসেছিল ধবলধোলাই করতে, ২০১৪ সালে সেটি ঠেকাতে। এবার?
‘এবার আমরা জিতব’—না লেখার শর্তে বলেছিলেন মাশরাফি। কিন্তু এখন নিশ্চয়ই তাঁর আর আপত্তি নেই! বাংলাদেশ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ রানে হারিয়ে আজ সেন্ট কিটসে আবারও বিজয়ের পতাকা উড়িয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ বিদেশের মাটিতে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল ২০০৯ সালের আগস্টে, জিম্বাবুয়ের বিপক্ষে। ৯ বছর পর দেশের বাইরে আবারও সিরিজ জিতল যেখানে; চোখজুড়ানো, মনকাড়া এই সেন্ট কিটসকে বাংলাদেশ ভুলবে না!

Print Friendly, PDF & Email