এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে।গ্রুপ পর্বের অন্য দুই দলের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন সৌম্য। এশিয়া কাপে দলের কাছে তার চাওয়া নিজেদের সেরা ক্রিকেট। “আমি অবশ্যই আমাদের সবার উপরে রাখব। সম্প্রতি আমরা যেভাবে ওয়ানডে খেলেছি তাতে আমাদের ব্যাটিং অন্য দুই দলের (শ্রীলংকা ও আফগানিস্তান) চেয়ে অনেক বেশি ভালো।”

গত জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তিন স্পিনার রশিদ, মুজিব ও নবি সিরিজ জুড়ে ভুগিয়েছেন ব্যাটসম্যানদের।লেগ স্পিনার রশিদ ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর। ৬.১২ গড়ে নেন ৮ উইকেট। ওভার প্রতি খরচ করেন মাত্র ৪.৪৫ রান। দুই অফ স্পিনার মুজিব ও নবিও মিতব্যয়ী বোলিং করেন। দুইজনে ওভার প্রতি দেন মাত্র ৫ করে।সৌম্য মনে করেন, টি-টোয়েন্টিতে তিন স্পিনার যেভাবে ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন ওয়ানডেতে তা সম্ভব নয়।“ওটা টি-টোয়েন্টি সংস্করণ ছিল, আর এটা ওয়ানডে। টি-টোয়েন্টিতে পেস বা স্পিন যাই থাকুক, রানের জন্য খেলতে হবে। আর রানের জন্য খেলতে গেলে উইকেট যাবেই। কোনোদিন সফল হবেন আবার কোনোদিন হবেন না।”“এবার হবে লম্বা খেলা, ৫০ ওভারের খেলা। ওয়ানডে কিভাবে খেলতে হয়, এখন আমরা সেটা জানি। এখানে একজন বোলারকে আপনি দেখার সময় পাবেন, টি-টোয়েন্টিতে তা পাবেন না। অবশ্যই এটা নিয়ে আমরা চিন্তা করেছি যে, কি ঘাটতিগুলো ছিল। কোচের সঙ্গেও কথা বলেছি। সবকিছু মিলিয়ে আমরা আশাবাদী যে, ওদের স্পিনাররা সফল হবে না আমাদের বিপক্ষে।”