টাঙ্গাইলে বিএনপির প্রতিবাদ সমাবেশ
প্রকাশিতঃ ১০:৩৩ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৮, ২০১৮

আজ সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেনসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতি দলের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে খালেদা জিয়াকে হয়রানি ও নির্যাতন করতে সরকার অসাংবিধানিকভাবে আদালতকে কারাগারে স্থানান্তর করেছে। যা সংবিধান বিরোধী। সরকারের এ সিদ্ধান্ত ক্যামেরা ট্রায়াল।