|

টাঙ্গাইলে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১০:৪৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১১, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে পৃথকস্থানে পানিতে ডুবে তিন শিশুর শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চাষাভাদ্রা এবং কলমাঈদ এলাকায় কলমাঈদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাষাভাদ্রা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তানজিন (৯) ও একই এলাকার পাশের বাড়ির সেতাব মিয়ার ছেলে ইমরান হোসেন (১১) এবং সহবতপুর এলাকার বুলবুলের ছেলে মো. তামিম (৩)।

এ ব্যাপারে নাগরপুর থানার ওসি মাঈদ উদ্দিন বলেন, সোমবার বিকেলে উপজেলার চাষাভাদ্রা ইমরান ও তানজিন বিকেলে স্থানীয় বিলের পাশে মাছ মারতে যায়। পরে তারা পানিতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় দ্ইু শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে সন্ধ্যার দিকে কলমাঈদ এলাকায় নানার বাড়িতে পানিতে ডুবে তামিম (৩) নামের অপর আরেক শিশুর মৃত্যু হয়েছে।

Print Friendly, PDF & Email