|

নেত্রকোনায় অটোরিকশাসহ অজ্ঞানপার্টির সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ ১১:০২ পূর্বাহ্ণ | অক্টোবর ১৭, ২০১৮

নেত্রকোনা প্রতিনিধি: চুরি যাওয়া অটোরিকশাসহ মো. আশাদুল হক নামে অজ্ঞানপার্টির সক্রিয় এক সদস্যকে নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে ওই ইউনিয়নের মহেষকোণা বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশাদুল ময়মনসিংহ জেলা শহরের পাটগুদাম এলাকার মো. আকবর আলীর ছেলে। তার বিরুদ্ধে ময়মনসিংহ, জামালপুরসহ বিভিন্ন থানায় একই অপরাধে একাধিক মামলা রয়েছে।

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মকবুল হোসেন জানান, পূজাকে কেন্দ্র করে অজ্ঞান বা মলমপার্টির লোকজন মাঠে নেমেছে। তবে তাদের আটকাতে পুলিশ সক্রিয় রয়েছে।

Print Friendly, PDF & Email