টাঙ্গাইলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিতঃ ১০:৪৯ পূর্বাহ্ণ | অক্টোবর ২৪, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকালে জেলার দেলদুয়ারে উপজেলার শানবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ওসি শ্যামল কুমার দত্ত এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতাররা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত মাইনুদ্দিনের ছেলে ছোলমান (৪২) ও দেলদুয়ার উপজেলার মৌলভী পাড়া গ্রামের মৃত সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে সৈয়দ সাব্বির হোসেন (৩৯)।
ডিবির ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রি করার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।