|

ত্রিশালের নবনির্বাচিত এমপিকে গণ-সংবর্ধনা

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ণ | জানুয়ারি ১৭, ২০১৯

মো. আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর:  ত্রিশালের নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব হাফেজ মাওলানা মো. রুহুল আমিন মাদানীকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে  উপজেলার ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, সকল অঙ্গ সহযোগী সংগঠন ও ওই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ গণ-সংবর্ধনা দেয়া হয়। পরে স্থানীয় গোপালপুর হতে শিমুলিয়া ও বগার বাজার হতে কাশিগঞ্জ বাজার পর্যন্ত দুটি পাকা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবনির্বাচিত এ  সাংসদ।

এসময় অন্যান্যদের মাঝে  উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, কেন্দ্রীয় মৎস্যজীবিলীগের সভাপতি সাইফুল ইসলাম মানিক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান রুমা খানম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মেম্বার, সাধারণ সম্পাদক হেলাল মাষ্টার, আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভূট্টো, ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খাইরুল বাসার, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, শ্রমিকলীগের সভাপতি আব্দুস সাত্তার, ছাত্রলীগের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ।

Print Friendly, PDF & Email