|

গফরগাঁওয়ে গ্রামের শান্তি একতা বজায় রাখতে যুবকের খোলা চিঠি

প্রকাশিতঃ ২:৪০ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০১৯

তারেক সরকার,গফরগাঁও প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পোড়াবাড়ি গ্রামের শান্তি একতা বজায় রাখতে খোলা চিঠি দিয়েছেন এস এম আল আমিন নামে এক যুবক। তাঁর এ খোলা চিঠিটি হুবহু তুলে ধরা হল ঃ….
“আশা করি সকলেই ভাল আছেন, প্রিয় পোড়াবাড়িয়া গ্রামবাসি আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভাল আছেন?। আমার লিখনীয় ভাষায় যদি কোনরকম ভূল ত্রুটি হয় আশা করি গ্রামের ছেলে হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আল হামদুলিল্লাহ, সকল প্রসংশা মহান আল্লাহতালার যিনি দয়া করে মায়া করে আপনাকে আমাকে অত্যান্ত যতœ করে মান সম্মানের সহিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন তার জন্য আবার মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ।

এই পোষ্টটি দেওয়ার পূর্বে তাহাজ্জুদ নামাজ পরে সকলের প্রতি তথা আমার জন্মভূমি পোড়াবাড়িয়া গ্রামের একত্রতার জন্য আল্লাহপাকের দরবারে দোয়া করি, এর কারন হলঃ-

আমার পোড়াবাড়িয়া গ্রামে মসজিদ মাদ্রসা, স্কুল, সবই আছে কিন্তু ছিল না একটি ঈদের নামাজের জন্য মাঠ, সেই লক্ষে গ্রামের সকল বংশের যুবকগন সম্মিলিত ভাবে আমার চাচা, আমাদের গ্রামের বিশিষ্ট শিল্পপ্রতি ও বর্তমানে পোড়াবাড়িয়া গ্রামের উন্নায়নের রুপকার, পি-বাড়িয়া গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব কামরুজ্জামান রানা সহ আলোচনা করা হয় মাঠের বিষয়ে। যাক পরবর্তী সময় জানতে পারলাম পোড়াবাড়িয়া বাজার মসজিদের পাশে ঈদের মাঠ হচ্ছে। তো এটা শুনে খুশি হলাম কিন্তু ২৪/০৭/১৯ইং সমবাবত যখন হঠাৎ আমি বাড়িতে যাই তখন শুনি আরও একটি ঈদগা মাঠ উদ্বোধন হচ্ছে এটা শুনে আমি রিতিমত অবাক হই, কারন যেখানে একটি মাঠ ছিল না, সেখানে কি করে আরও একটি মাঠ হয় এটা আমার সকলের কাছে প্রশ্ন…..?

যাক আমার গ্রামের আমার সকল বড় ছোট ও বাবার সমতুল্য ও যারা এই ছোট্ট একটা গ্রামে বসবাস করে সবাই একত্রিত হয়ে, ডিভাইডেড না হয়ে কিভাবে একটি মাঠে রুপান্তরিত করা যায়, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ রইল। আশা করি হিংসা বিবেদ ভুলে গ্রামের উন্নায়নের স্বার্থে এগিয়ে সকলের ভালবাসার তরে সকলে মিলেমিশে আশে পাশের গ্রামের লোক জনকে না হাসিয়ে, আগামী দিনে একত্রে একটি মাঠে ঈদের নামাজ পড়া যায় এই আশা ব্যক্ত করে এখানেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে একটি কথা স্মরণ করলে সকল বিবেদ ভুলে যাবেন। ‘কুল্লে­ নাফসি যাইকাতুল মাউত’ এই কথা সরন করে কবির ভাষায় বলতে হয়, ‘এমন জীবন করিও গঠন মৃত্যুর পর হাসিবে পৃথিবী কাদিবে ভূবন’ । আপনাকে আমার কাদে নিতে হবে ও আমাকে আপনার কাদে নিতে হবে। আমি আবার সকলের পায়ে হাত রেখে যাতে আশে পাশের গ্রামের লোকজন খারাপ মন্তব্য না করে সেই দিক সজাগ দৃষ্টি রেখে সামনে আরও উন্নায়ন মূলক কাজে এগিয়ে নিজের গ্রাম উজ্জল করবেন, এই আশা প্রত্যাশা নিয়ে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি। ওমা ইল্লাল বালাদ।
ধন্যবাদআন্তে…….
এস. এম. আল আমিন (এম.এ)
পোরাবাড়িয়া,গফরগাঁও, ময়মনসিংহ।

Print Friendly, PDF & Email