গফরগাঁওয়ে ছোট ভাই বউয়ের পরকীয়ার সালিসে দেবর খুন
প্রকাশিতঃ ১১:৪৯ অপরাহ্ণ | আগস্ট ১৩, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁয়ে মালয়েশিয়া প্রবাসী এখলাসের স্ত্রী মুক্তা বেগমের পরকীয়ার সালিসে প্রেমিক ওসমাননের লাঠির আঘাতে এখলাসের বড় ভাই রফিকুল ইসলাম রুহিতের ঘটনাস্থলেই মৃত্যু হয় ।
ঘটনাটি ঘটে উপজেলার পাগলা থানাধীন দুবাসিয়া গ্রামের আহালিয়াটেক এলাকায় মঙ্গলবার সকাল ৮টায় । পুলিশ এখলাসের স্ত্রী মুক্তা বেগম ও ওসমানকে আটক করে থানায় নিয়ে আসে । এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম রুহিতের মেয়ে শাহানাজ বেগম বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,উপজেলার দুবাসিয়া গ্রামের আহালিরটেক এলাকার মালয়েশিয়া প্রবাসী এখলাসের স্ত্রী মুক্তা বেগম সাথে প্রতিবেশী ওসমানের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে ।এখলাস প্রবাসে থাকা অবস্থায় এক বছর পুর্বে মুক্তা বেগমের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয় ।এনিয়ে স্দুথানীয় ভাবে দুই পরিবারের মাঝে বেশ কয়েকবার সালিস-দরবার হয় । ঈদে একলাছ মিয়া বাড়ি এলে মঙ্গলবার সকালে আবারও বিচার সালিসে বসে দুই পরিবারের লোকজন । সালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল ইসলাম রুহিতের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ওসমান । এতে ঘটনাস্থলেই রুহিতের মৃত্যু হয় ।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পাগলা থানা অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান বলেন, নিহতের ঘটনায় ওসমান ও মুক্তা নামে দুইজনকে আটক করা হয়েছে ।নিহতের পরিবারে পক্ষে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।