|

পলিথিন মুক্ত বিভাগ গড়তে গফরগাঁওয়ে আলোচনা সভা ও র‌্যালী

প্রকাশিতঃ ৭:০৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০১৯

তারেক সরকার, গফরগাঁও প্রতিনিধি : `পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ময়মনসিংহের গফরগাঁও নিষিদ্ধ পলিথিন মুক্ত বিভাগ গড়তে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর উর রহমানের নেতৃত্ব এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর উর রহমান ।

এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঈন উদ্দিন মানিক, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ , ভারপ্রাপ্ত প্রথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার , সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম সারনিক প্রমুখ।

Print Friendly, PDF & Email