|

ময়মনসিংহে তরুণদের বিজয় শোভাযাত্রা

প্রকাশিতঃ ১০:৪২ অপরাহ্ণ | ডিসেম্বর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মহান বিজয় দিবসে ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির আয়োজনে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু৷

এসময় মুক্তিযুদ্ধের গল্পের ফেরিওয়ালা খ্যাত বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি শংকর সাহা, যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় ময়মনসিংহে বিজয় শোভাযাত্রা
পরে শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউনহল মোড় ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে গিয়ে শেষ হয়।

এ বিজয় শোভাযাত্রায় অংশ নেয় ২৬টি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- বিডি ক্লিন ময়মনসিংহ, আলোক শিখা, রেড ক্রিসেন্ট যুব ইউনিট, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট, টিআইবি ময়মনসিংহ, হেল্প প্লাস ময়মনসিংহ, লুমিনাস, বাতর, বিডি ক্লিন মুক্তাগাছা, প্রত্যাশার আলো, ২ টাকার খাবার, আকাঙ্ক্ষা ফাউন্ডেশন, মুক্তাগাছা সাইক্লিস্টস, মজার ইশকুল ময়মনসিংহ, স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ মেডিসিন ক্লাব- সিবিএমসিবি, মানব সেবায় আমরা ময়মনসিংহ, শিকর, সবুজ পরিবেশ আন্দোলন, রংধনুর রঙ, ময়মনসিংহ বিতর্ক সংসদ, ময়মনসিংহ কমার্স কলেজ বিতর্ক ক্লাব, ময়মনসিংহ কমার্স কলেজ মিডিয়া ও ফটোগ্রাফি ক্লাব, রেড লিকুয়েড ব্লাড ডোনার সোসাইটি, ইউবিআর ইয়ুথ ফোরাম, গ্রীনলাইফ ব্লাড ফাউন্ডেশন ও প্রত্যাশা ফাউন্ডেশন।

এ আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম।

Print Friendly, PDF & Email