সরকারী হাসপাতালের মুক্তিযোদ্ধাদের জন্য সিট বরাদ্দের দাবি মমেক ছাত্রলীগের
প্রকাশিতঃ ১২:০৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে আলাদা সিট বরাদ্দের দাবি জানিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে কলেজের গ্যালারিতে এক আলোচনা সভায় এ দাবি জানান মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল হাসান।
এসময় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।
বক্তব্যে মমেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ্ আল হাসান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের জন্য হাসপাতালের প্রতিটা ওয়ার্ডে সিট বরাদ্দ করতে হবে। এটা আমাদের দায়িত্ব।
এসময় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সেবা প্রদানের দাবি জানান।
হাসান তার বক্তব্যে মমেক ছাত্রলীগ কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে উল্লেখ্য করে বলেন, মমেক ছাত্রলীগ বছরের পর বছর নেতৃত্বশূণ্য হয়ে আছে। নতুন কমিটি ঘোষণার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়াও ছাত্রছাত্রীদের দাবী দাওয়া পূরণের স্থান মমেশুর নির্বাচন দাবি করেন এই ছাত্রলীগ নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বক্তব্যের শুরুতেই তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।