কমলাকান্দায় ‘প্রধানমন্ত্রীর উপহার’ বিতরণে দুর্নীতির অভিযোগ
প্রকাশিতঃ ৪:০৮ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ‘কোভিড-১৯ দূর্যোগে নিন্ম আয়ের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপহার উপজেলা প্রশাসন কমলাকান্দা নেত্রকোনা’ লিখা প্যাকেটের খাদ্যদ্রব্যের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নে।
জানা যায়, কমলাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াবাইদুল হক রবিবার সকালে স্থানীয় টেগ অফিসার আনিছুল হকের উপস্থিতিতে ‘কোভিড-১৯ দূর্যোগে নিন্ম আয়ের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপহার প্রধানমন্ত্রীর উপহার’ লিখা সম্বলিত খাদ্যদ্রব্য বিতরণ শুরু করে। পরে ওই প্যাকেটে নির্ধারিত পরিমান খাদ্যদ্রব্য না থাকায় স্থানীয়দের প্রতিবাদের মুখে উপহার বিতরণ বন্ধ করে দেয় উপজেলা প্রসাশন।
স্থানীয় রকিবুল, শাহিনুর ও আসাব উদ্দিন জানান, ৬কেজি খাদ্যদ্রব্য দেওয়ার কথা থাকলেও আমরা পেয়েছি ৪ কেজি বা সারে ৪ কেজি করে।
স্থানীয় টেগ অফিসার আনিছুল হক জানান, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপহার বিতরণে উপস্থিত ছিলাম। প্যাকেটে ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি সোলা ১ কেজি আলু, ১ কেজি চিনি থাকার কথা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে প্যাকেটটিতে মাপ দেওয়ার পর সবগুলো পণ্য থেকেই কিছু কিছু কম পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবিহিত করলে বিতরণ বন্ধ করে দেয়া হয়।’
খারনৈ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, ‘আমি শুনেছি চেয়ারম্যানের অনিয়মের ঘটনাটি। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াবাইদুল হক বিএনপির মনোনয়নে চেয়ারম্যান হয়েছে। আ‘লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র পাঠানো উপহার থেকে নির্ধারিত খাদ্যদ্রব্য কম দেওয়া খুবই দুঃখজনক বিষয়।’
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াবাইদুল হক বলেন, ‘এটা আমার ব্যাক্তিগত ত্রাণ।’ আপনি বিএনপির চেয়ারম্যান হয়ে ব্যাক্তিগত ত্রাণ আ‘লীগ সভানেত্রীর নাম ও ছবি সম্বলিত ব্যাগে দিচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দিতে নারাজ বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা বলেন, ‘ প্রত্যাকটি ইউনিয়ন পরিষদে ৫০হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপহার বিতরণে ২জন গেট অফিসার নিয়োগ করে দেওয়া হয়েছে তারা রিপের্ট জমা দিলে আরও বিস্তারিত বলা যাবে।’