|

ময়মনসিংহে করোনায় আক্রান্তদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে স্বেচ্ছাসেবকলীগ

প্রকাশিতঃ ১২:৫৮ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: করোনা ভাইরাসে আক্রান্তদের জন্যে ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে পাঁচটি ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের সারদা ঘোষ রোডে ওই ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বেধন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি. ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এ.বি.এম নূরুজ্জামান খোকনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাক্ষার হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর শাখা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু ও শেখ মাসুম।

এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ, আলমগীর হোসেন, তুহিন আহাম্মেদ, মাকসুদ খান, মোহাম্মদ নাঈমুল হাসান হামজা প্রমুখ।

Print Friendly, PDF & Email