|

ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যুতে ভালুকা রিপোর্টার্স ইউনিটির শোক

প্রকাশিতঃ ৩:৪৫ অপরাহ্ণ | জুন ১৬, ২০২০

মামুন সরকার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার ধোবাউড়া প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মো. সিরাজুল ইসলাম ১৬ জুন ভোর সাড়ে পাঁচ টায় ময়মনসিংহ নগরীর নেক্সাস হাসপাতালে ইন্তেকাল করেছেন।

(ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

সহকর্মী সাংবাদিক সিরাজুল ইসলামের মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ভালুকা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সবাবেদনা প্রকাশ করেছেন ভালুকা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মাহমুদুল হাসান ফুরাত ও সদস্যসচিব আনোয়ার হোসেন তরফদার ।

সোমবার দশটার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোরে তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে সহ অশংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email