কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন নেত্রকোনার মোহাম্মদ রুবেল
প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মোহাম্মদ রুবেল মিয়া। ৩১জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ রুবেল মিয়া ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ০৮-০৯ সেশনের শিক্ষার্থী। তিনি নেত্রকোনা সদর উপজেলার দূর্গাশ্রম গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
মোহাম্মদ রুবেল মিয়া জানান, ‘বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো তা পালন করতে। আমি সবার দোয়া ও সহযোগীতা চাই।’