|

ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিতঃ ১১:১৫ অপরাহ্ণ | জুন ১০, ২০২৫

হাবিবুর রহমান শান্ত:
ময়মনসিংহের ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ মঙ্গলবার (১০ জুন) বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টটির আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ভালুকা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম খান (অবঃ)। খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক ও জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, মেজর মো. মনিরুল ইসলাম (অবঃ), ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, মো. শামছুদ্দিন ও আব্দুল খালেক, জেলা (দক্ষিণ) যুবদলের সহ-সম্পাদক মতিউর রহমান মিল্টন,মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক হাদিসুর রহমান খান।

প্রথম খেলায় মল্লিকবাড়ী ইউনিয়ন বনাম ভরাডোবা ইউনিয়ন মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে মল্লিকবাড়ী ইউনিয়ন বিজয়ী হয়।

উপজেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও মহিলা টিম মিলিয়ে মোট ১৫টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহন করছে। এই উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এর উদ্যোগ ও অর্থায়নে উপজেলার ৩০ টি মাঠ সংস্কার করে টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হয়েছে।

Print Friendly, PDF & Email