|

বিশ্ব পরিবেশ দিবসে ডিবিএল গ্রুপের সবুজ উদ্যোগ

প্রকাশিতঃ ৫:৩৯ অপরাহ্ণ | জুন ২১, ২০২৫

স্টাফ রিপোর্টার : “প্রকৃতির জন্য প্লাস্টিক দূর করি” এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে ডিবিএল গ্রুপ। গাজীপুরের শ্রীপুর উপজেলার শিশু পল্লী প্লাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণ, শিশু ও শিক্ষকদের অংশগ্রহণে সচেতনতামূলক সেশন এবং স্থানীয় কমিউনিটিকে নিয়ে আলাদা সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে শিশু পল্লী প্লাস চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ডিবিএল গ্রুপের কর্মকর্তারা। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন।

পরবর্তীতে, প্রতিষ্ঠানটির সাস্টেইনেবিলিটি টিম প্রায় ৪০ জন শিশু ও শিক্ষকের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক সচেতনতামূলক সেশন পরিচালনা করে। সেখানে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও গাছের উপকারিতা সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হয় এবং ছোট ছোট পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এ উদ্যোগ। স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে মাওনার “ক্রিয়েটিভ স্কুল”-এ আরও একটি সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ২৫ জন স্থানীয় বাসিন্দা। সেশনটি পরিচালনা করেন ডিবিএল গ্রুপের এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট ও সাস্টেইনেবিলিটি টিমের সদস্যরা।

ডিবিএল গ্রুপের এক মুখপাত্র বলেন, “আমরা বিশ্বাস করি, টেকসই ভবিষ্যৎ গঠনে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে ছোট ছোট সচেতন অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে।”

উল্লেখ্য, ডিবিএল গ্রুপ দীর্ঘদিন ধরেই টেকসই শিল্প ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Print Friendly, PDF & Email