ভালুকায় মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশিতঃ ১১:১৯ পূর্বাহ্ণ | আগস্ট ১৯, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব সম্প্রতি তার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১৮ আগস্ট) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ধ্রুব জানান, ভালুকা উপজেলার ভয়াবহ মৌজার সাবেক দাগ নং ১৩৫, হাল দাগ নং ৬২৪ এর মোট ৭৪ শতাংশ জমি বৈধ দলিলপত্র ও খারিজ খতিয়ানের ভিত্তিতে নর্প নীট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে নিবন্ধিত রয়েছে। সংশ্লিষ্ট খারিজ খতিয়ান (২৫-১২২৪, ২৫-১২২৫, ২৫-১২২৬) ও কেইস নং (৭২৫৭, ৭২৫৮, ৭২৬০) প্রতিষ্ঠানটির দখলের প্রমাণ বলে তিনি দাবি করেন।
তার অভিযোগ, এক মহিলা ও তার দুই ছেলে জোরপূর্বক ওই জমিতে ঘর নির্মাণ করছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর সহযোগিতায় মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। জমি উদ্ধারের দাবিতে ধ্রুব ১৩ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে নিয়মিত হেয় করার চেষ্টা চলছে। এমনকি পূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠান “সুপ্রিম এয়ার কন্ডিশন” জোরপূর্বক দখল করার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় এবং আসাদ উল্যাহ চৌধুরীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই।