|

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ১০:১৯ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বাশার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু ও রুহুল আমিন, ময়মনসিংহ দক্ষিন জেলা যুব দলের সহ সম্পাদক কায়সার আহমেদ কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক -এমরামুল ইসলাম শাহীন, নজমুল হক নাজমুল, মুকসেদুল ইসলাম ইকবাল, জাহিদুর রহমান ইমন, হুমায়ুন কবির মন্ডল, নুর হোসেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক একরামুল হক ফকির, যুগ্ন-আহবায়ক এসএম ফিরোজ, তিয়াস মাহমুদ শুভ, স্বেচ্ছাসেবক দল নেতা সাদিকুর রহমান সজীব, হুমায়ুন আহমেদ, রোমান সরকার, রনি আহমেদ, সোহেল শেখ, রিজভী আহমেদ রিয়াদ, একলাস উদ্দিন মুন্সি, জহিরুল হক তামিম, তপু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও ডাস্টবিন স্থাপন করা হয়।

Print Friendly, PDF & Email