যত বেশী দুর্নীতি কমানো যাবে দেশ তত বেশী এগিয়ে যাবে -গোলাম মোস্তফা
প্রকাশিতঃ ৫:২৮ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৮

স্টাফ রিপোর্টার: বেশী দুর্নীতি কমানো যাবে দেশ তত বেশী এগিয়ে যাবে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার দেশ এগিয়ে চলছে। দেশের প্রবৃদ্ধি ও মানুষের আয় অনেক বেড়েছে। দেশের টাকায় পদ্মা সেতুরমত মেঘা প্রকল্প বাস্থবায়িত হচ্ছে। যা ছিল কল্পনার অতীত। কিন্তু দুর্নীতি কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন ঘটছে না। দুর্নীতি দমন কমিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওই সময় ভালুকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নঈম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সাম্পাদক আবদুর রাজ্জাক। এর আগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় বর্ণঢ্য শোভাযাত্রা।