|

ত্রিশালের মটবাড়ীর রাস্তার বেহাল দশা,জনদুর্ভোগ চরমে

প্রকাশিতঃ ৪:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৮

নিজেস্ব প্রতিবেদক ত্রিশালঃ  ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী ঘাটপাড় হতে অলহরী ইজারাবন্দ পর্যন্ত প্রায় ২ কি. মি. কাচা সড়কের বেহাল দশা। ভোগান্তি ও দুর্ভোগে পড়েছে এলাকার সাধারণ মানুষ সহ ঔ এলাকায় গড়ে উঠা পোল্ট্রি শিল্পের ক্ষুদ্র এবং মাঝারী ব্যবসায়ীরা। সরেজমিনে ঘুরে জানাযায়, অলহরী ঘাটপাড় হতে ইজারা বন্দ এলাকায় অনেকগুলো ছোট বড় পোল্টি গড়ে উঠেছে। এই পোল্টি গুলোতে প্রায় ৫০ হাজার লেয়ার মুরগী পালন করা হয়। মুরগীর বাচ্চা, ডিম ও খাদ্যসহ অন্যান্য মালামাল এ রাস্তায় প্রতিনিয়ত আনা নেওয়া করতে রিক্সা, ভ্যানগাড়ি ও অন্যান্য ভারী যানবাহন ব্যবহৃত হয়। রাস্তাটি বর্ষার বৃষ্টিতে কাচা নর্ধমায় ছেয়ে বেহাল দশা বিরাজ করায় এলাকার সাধারন মানুষের যাতায়াত ও ােপল্টি ব্যবসায়ীদের মুরগীর বাচ্চা, ডিম ও খাদ্যসহ অন্যান্য মালামাল এ রাস্তায় প্রতিনিয়ত আনা নেওয়া করতে রিক্সা, ভ্যানগাড়ি ও অন্যান্য ভারী যানবাহন চলাচল ব্যহত হওয়ায় সময়মত এসব মালামাল বহন করতে না পারায় মুরগী গুলো পালন করতে নানা ভাবে হিমসিম খেতে হচ্ছে। এ ব্যাপারে পোল্ট্রি ব্যবসায়ী মোবারক হোসেন জানান, গত বৎসর পোল্ট্রি ব্যবসায়ীরা নীজ উদ্যোগে প্রায় চল্লিশ হাজার টাকার ইটের শুলকি ও বালু রাস্তায় দিয়ে কোন রকমে তাদের ব্যবসা পরিচালনা করেছে। এবারও বর্ষার শুরুতেই নীজ উদ্যোগে ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মন্ডল সাহেবের ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া এক ট্রাক বালু সহ প্রায় পঁচিশ হাজার টাকার বালু রাস্তায় দেওয়া হয় । কিন্তু রাস্তার তেমন কোন উন্নতি চোখে পড়েনি। এ এলাকার মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এলাকার ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ এ অসহনীয় দূর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

Print Friendly, PDF & Email