ভালুকায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত
প্রকাশিতঃ ১১:০৬ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৮

স্টাফ রিপোর্টারঃ ভালুকা উপজেলার নিশিন্দা নামকস্থানে মঙ্গলবার দুপুরে পিকআপের চাপায় আবদুল লতিফ ফকির (৩০) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উল্লেখিত স্থানে ময়মনসিংহগামী একটি পিকআপ ভালুকাগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক ফুলবাড়ীয়া উপজেলার দুলমা গ্রামের মছু ফকিরের পুত্র আবদুল লতিফ ফকির (৩০) গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।