|

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা : স্পিকার

প্রকাশিতঃ ১১:১২ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা। এজন্য তাদের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে স্বদেশে ফিরিয়ে নেওয়ার পথ উন্মুক্ত করতে আন্তর্জাতিক জনমত সৃষ্টি করতে হবে। এজন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার সংসদ ভবনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর আঞ্চলিক প্রতিনিধি ও সমন্বয়ক মি. জেমস লিনচ স্পিকারের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

সংসদ সচিবালয় জানায়, রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনএইচসিআর’কে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন- শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এখন প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা।

এসময় জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধি জেমস লিনচ রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

Print Friendly, PDF & Email