ভালুকায় হরিজন ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১:৩২ অপরাহ্ণ | এপ্রিল ০৬, ২০১৮

স্টাফ রিপোর্ট ভালুকার খবরঃ হরিজনদের জীবনমান উন্নয়ন রাষ্ট্রীয় সাংবিধানিক অধিকার ও বর্ণবৈষম্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন ভালুকা শাখার উদ্যোগে এক আলোচনা সভা বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে হরিজন মানবাধিকার ফাউন্ডেশন ভালুকা শাখার সভাপতি শ্রী রাজা বাঁশফোর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোঃ মোস্তফা। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ্ উদ্দিন কাইয়ূম, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বাবু পথিক বাদল বাঁশফোর, মহাসচিব রম্ভুনাথ বাঁশফোর, এডভোকেট বিশ্বনাথ বাঁশফোর, শ্রী রাম প্রবেশ বাঁশফোর প্রমুখ। বক্তারা হরিজন শিক্ষিত সন্তানদেরকে বিসিএস কেডারসহ যে কোন অফিসার পদে ১% কোঠার দাবিসহ হরিজন নারীদের মাঝ থেকে মহিলা এম.পি’র দাবি জানান।