|

দেবি – সাইফুল ইসলাম সোহাগ

প্রকাশিতঃ ৩:৪৭ পূর্বাহ্ণ | এপ্রিল ০৮, ২০১৮

তোমার যৌবন ঘিরে স্বপ্নগ্রস্ত মানুষের
চিত্রনাট্য, মাংশভুক পাখিরা যেদিন
তোমার স্তনে চোখ রেখেছিল সেদিনই
প্রথম ভেবেছিলাম তোমার পায়ের নুপুর হবো,
স্তনের মৌহতায় ডুববো না,
ফর্সা কোমর, চামড়ার ভাঁজ,
স্তনের খাঁজ উতলানো কামনায়
পৃথিবী ভুলে গেছে গন্ধমের স্বাদ
আমি শেষ রাতের ঘর খোঁজা পাপীর বেশে
হাহাকারের সুর খোঁজা মাতাল
আতলে তলাই পাথর কিংবা তামাক
তাকেই তুমি হীরে ভাবো,আমি হাজার বছরের অন্ধ কাঙাল
তাই তোমায় চিনতে বড্ড কষ্ট হয়,
তুমি লেযার্ড এর মতো রঙ
পালটিয়ে যাও প্রতিনিয়ত
আমি সাপের খোলস পালটিয়ে
আবারও সাপ।
সাহিত্য সম্পাদক
“অভ্যুদয়”
Print Friendly, PDF & Email