|

দেশটাকে সুন্দর করে গড়ার দায়িত্বটা কার ???- এস. ইসলাম

প্রকাশিতঃ ১১:৩২ পূর্বাহ্ণ | এপ্রিল ১০, ২০১৮

সবাই আমরা মনে করি গর্ব করে বলি
আমার এ দেশ, এই দেশটা হল আমার
আহ রে সত্যি যদি দেশটা আমারই হবে
তবে এ দেশটাকে সুন্দর করে গড়ার দায়িত্বটা কার ?

সকলেই মনে মনে পোষে একই ধারনা
দাবী জানায় শুধুমাত্র সরকারের কাছে
মনে পড়ে না আমি যে দেশের নাগরিক
দেশ গড়তে আমারও কিছু দায়িত্ব আছে ।

খাজনা, ট্যাক্স, ভ্যাট ইত্যাদি তো হইল
সরকারের শক্তি, একমাত্র তার পুঁজি
সরকারকে এসব দেওয়ার সময় হলেই
ফাঁকি দিতে শুধু ফাঁক ফোকরই খুঁজি ।

গ্যাস, বিদ্যুৎ এর মত সেবা মুলক কাজে
আমরা করি না সরকারকে সহযোগিতা
অবৈধ লাইনের সংযোগে ভোগ করি সব
এরপরও মোরা সরকারকে দোষি অযথা ।

প্রশাসনের সবে ঘুষখোর আর দুর্নীতিবাজ
একথা যে আমরা এখন হর হামেশাই বলি
সকলেই মোরা যেন ফেরেস্তাদের বংশধর
ভাবী না কেন? কেন দেই ওদের টাকার থলি?

আমরাই যে ওদের ঘুষ আর দুর্নীতির শিক্ষক
আদায় করিতে মোদের যত অন্যায় আবদার
ঘুষ সাধিয়া, দিয়াছি যে ঘুষের মজা শিখাইয়া
দেই আমরা, নেয় ওরা, কেন দোষি আবার ?

আমরা যদি প্রতিজ্ঞা করি, দেবনা ওদের ঘুষ
পাবে কোথায় ওরা এমন মজার রোজগার
হ্যাঁ ! কিছু কিছু অসুবিধা হবে মাত্র কিছুদিন
পাল্টে যাবে প্রথা, তখনই হবে খাঁটি প্রতিকার ।

প্রতিকারে সরকার যতই প্রণয়ন করুক আইন
মোরা জনগনের মাঝে সচেতনতা পয়দা না হলে
দুর্নীতি দমন কমিশন আর সরকারের আইনে
কি বা লাভ হবে ? তবে সব চেষ্টাই গেল বিফলে ।

যে কোন রোগের উৎস যদি নির্মুল না করেন
তা হলে কি কারো রোগ থেকে মুক্তি মিলেছে ?
ঘুষখোরের চেয়ে ঘুষ দাতারা এ রোগের উৎস
নির্মুল হবে না, যতক্ষন না ঘুষ দেয়া বন্ধ হয়েছে ।

আসুন আমরা সকলে আজ থেকে ওয়াদা করি
দেব না আর কাউকে কখনও একটি টাকা ঘুষ
প্রতীক্ষায় থাকিয়া কয়দিন কাজ করবে এমনিই
দেশ গড়ায় সবে অংশ নিল, সুখী হবে সব মানুষ ।

 

(লেখকের ফেইসবুক থেকে সংগৃহীত)

লেখক- এস. ইসলাম

ছায়ানীড়, ৩নং ওয়ার্ড ভালুকা পৌরসভা।

 

Print Friendly, PDF & Email