|

বাইপাস হৃদয়মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশিতঃ ২:৫০ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৮

স্টাফ  রিপোর্টার, ভালুকার খবর:  শহরের বাইপাস (হৃদয় মোড়) এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় টেম্পু উল্টে একজন নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল করিম। তিনি ফুলবাড়ীয়া উপজেলার আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর বারোটর দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালী পুলিশের এসআই তাজুল ইসলাম নিহতের লাশ উদ্ধারসহ টেম্পু জব্দ করে। তবে হালুয়াঘাট অভিমুখী দ্রুতগামী পালিয়ে যাওয়ায় পুলিশ তার আটক করতে পারেন।
পুলিশের এস তাজুল ইসলাম জানান, দুপুর বারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস পিছন থেকে টেম্পুকে স্বজোরে ধাক্কা মারে। এতে টেম্পুটি উল্টে গেলে টেম্পুতে থাকা একটি বেসরকারী কোম্পানীর মালামাল পরিবহনকারী প্রতিনিধি আঃ করিম মৃত্যুবরণ করেন।

Print Friendly, PDF & Email