|

আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন শহর ছাত্রলীগ নেতা আরিফ

প্রকাশিতঃ ৩:৫২ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৮

স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: সড়ক দুর্ঘটনায় মারাত্নক আহত ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। রাজধানীর স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন এ ছাত্রনেতা মানুষের অবারিত ভালোবাসা ও দোয়ায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। সেখানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা কার্যক্রম চলছে।

মঙ্গলবার দুপুরে আবদুল্লাহ আল মামুন আরিফের রাজনৈতিক সহকর্মী ফরহাদ হোসেন রানা তার ফেসবুক ওয়াল থেকে হাসপাতালের বিছানায় আরিফের হাস্যোজ্জল ছবি পোষ্ট করেন। তাতে লিখেন- ‘ভাইয়া এখন অনেকটা সুস্থ আছেন, সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।’

এদিকে, আরিফের সুযত্ন, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গত কয়েকদিন যাবত জেলা আ’লীগ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বন্ধু, সহকর্মীরা মিলাদ মাহফিল করছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (০৩ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এক সড়ক দুর্ঘটনায় আরিফ মারাত্নক আহত হন। পরে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ দুর্ঘটনায় আরিফের প্রাইভেটকারে থাকা এক দম্পতিসহ তিনজন নিহত হন।

Print Friendly, PDF & Email