আজকের রাশিফল ১৩ই এপ্রিল ২০১৮
প্রকাশিতঃ ৪:৪৮ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৮

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি দেব সেনাপতি মঙ্গল সর্বগ্রাসী গ্রহ রাহু ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান।
আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ভাগ্যলক্ষ্মী আপনাকে বরমাল্য প্রদান করবে। চতুর্দিক থেকে প্রচুর উন্নতি করে চলবেন। দীর্ঘদিনের মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শত্রুরা পরাস্ত হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্মক্ষেত্রে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে পদোন্নতির পথ সুগম করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন তথা অচল ব্যবসা সচল হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ায় মন প্রসন্নতায় ভরে উঠবে। স্বজন ও বন্ধুবান্ধবদের প্রচুর সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকারা সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
মিথ্যা দুর্নাম বদনামের ভাগী হতে হবে। অযাচিত ঝামেলা এড়াতে ভিড়ভাড় তীব্র গতির বাহন বর্জনের সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। মন সুর সংগীত ধর্ম আধ্যাত্মিতকার প্রতি আকৃষ্ট হয়ে থাকবে।
সিংহ [২১ জুলাই-২১ আগস্ট]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শরীরের প্রতি যত্নবান হোন নচেৎ চিকিৎসালয়ে ছুটতে হবে। একদিকে আয় উপার্জন কম অপরদিকে লাগামহীন খরচের চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের কলহবিবাদের মীমাংসা হবে। দ্রুতগতির বাহন বর্জন করা শ্রেয় হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। যোগ্যকর্ম লাভের আশায় বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণ হবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও ব্যবসা-বাণিজ্যে অংশীদাররা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। দ্রুতগতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসার সম্ভাবনা। আজকের বিনিয়োগ বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
টাকা-পয়সা যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্র্যাবর্তনে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি আসবাবপত্র ইলেক্ট্রনিক্স সামগ্রী ও যানবাহন মেরামতে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। প্রেম রোমান্স শুভ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
হাত বাড়ালেই সফলতাপ্রাপ্ত হওয়ায় মন আনন্দে নাচবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে তথা তাদের কাছ থেকে ভরপুর সহযোগিতাপ্রাপ্ত হবেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। শেষ হওয়া কাজ পন্ড হয়ে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব ও সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।