বৈধ রুজির বরকত
প্রকাশিতঃ ১:২৪ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার
মহান রাব্বুল আলামিন হালাল বা বৈধ রুজিতে যে বরকত বা কল্যান রেখেছেন তা হারামের মধ্যে রাখেন নি। হালালের অল্প পয়সায় যে উপকার বা কল্যান অর্জিত হয়, হারামের বহু অংকের টাকায় সে উপকার হয়না, আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামঅযু করে দুআ পড়তেন (হে আল্লাহ!আমার গুনাহ মাফ কর করে দাও, আমার ঘড়ে প্রশস্ততা দান কর এবং আমার রিযিকে বরকত দাও। (সুনানে তিরমিযী: হাদীস নং ৩৪২২ মুসনাদে আহমদ: হাদীস নং১৬০০৪) কিন্তু এই দুনিয়াতে কিছু মানুষ বরকতের কোন মুল্য বুঝেনা শুধু চায় টাকা আর পয়সা ব্যাংকে বা সমিতিতে অনেক টাকা দেখেই খুশি হয়ে যায়। টাকার পরিমান অনেক কিন্তু এ টাকার দ্বারা কি উপকার পেলাম কতটুকু শান্তি হল কতটুকু নিরাপত্তা হল এ হিসাব করেনা অনেক টাকা আছে মিলিয়ন বিলিয়ন ডলার কিন্তুু কোন শান্তি নেই, নিরাপত্তা নেই তাহলে এ মিলিয়ন বিলিয়ন ডলার কিসের জন্য? আর যদি টাকা পয়সা হল কম। মিলিয়ন বিলিয়ন ডলার নেই কিন্তুু মহান রাব্বুল আলামীন তাকে শান্তি ও নিরাপত্তায় রেখেছেন তাহলে সেটাই হল বরকত। মহান আল্লাহ আমাদের প্রতি হালাল বা বৈধ রুজির উপর বরকত দিক আমীন।
লেখক
প্রকাশক: ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।