|

সখীপুরে জাকঝমক আয়োজনে বাল্য বিয়ে সম্পন্ন

প্রকাশিতঃ ১১:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০১৮

মোজাম্মেল হক সজল, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জাকঝমক আয়োজনে স্বপ্না আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। আজ শুকবার দুপুরে উপজেলার হামিদপুর এলাকায় স্থানীয় গণ্য মান্য লোকদের উপস্থিতিতে এ বাল্য বিয়ে সম্পন্ন হয়। সে ওই এলাকার আব্দুল সালমের মেয়ে ও স্থানীয় স্কুলের দশম শ্রেণির ছাত্রী। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলেও এ সংবাদ লেখা পর্যন্ত কোন প্রদক্ষেপ নেয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হামিদপুর এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে প্রবাসী আজাহার আলীর সাথে ছালাম মিয়ার মেয়ে স্বপ্না আক্তারের বিয়ে হয়। শুক্রবার দুপুরে ধুমধাম আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার শাহআলম মিয়া বলেন, বিয়ের দাওয়াত পেয়েছি কিন্তু বাল্য বিয়ের বিষয়টি আমার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, বিষয়টি জানা ছিলোনা। তথ্য নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email