|

সখীপুরে দেয়াল পত্রিকা উৎসব ও প্রযুক্তি মেলা

প্রকাশিতঃ ৯:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগীতা, দেয়াল পত্রিকা উৎসব ও বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহাজাহান জয়। এতে উপজেলার দশটি ম্যাধমিক স্কুলের শত শত শিক্ষার্থীরা অংশ নেয়। বাংলাদেশ এসোসিয়েশন ফর স্যোসাল এ্যাডভান্সমেন্টের ( বাসা ) আয়োজনে জুলফিকার হায়দার কামাল লেবুর সভাপতিত্বে বাসার এরিয়া কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, শাহরিয়ার রহমান এলিন, সুমন কুমার শাহাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। অনুষ্ঠানে দেশের গান, নৃত্য, রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন, দেয়াল প্রত্রিকাসহ বিজ্ঞান বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

Print Friendly, PDF & Email