কান্দন- শফিউল্লাহ লিটন
প্রকাশিতঃ ১০:০৩ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০১৮

শফিউল্লাহ লিটন:
ঝড়-বিষ্টিতে যায়না বাঁচন
আরো পড়ে ঠাডা
গারুম-গুরুম শব্দ শুনে
কাঁপে বুহের পাডা।
বাইস্যা মাসেও এমন বিষ্টি
যায়না দেহা ভাই
মায়ে কান্দে বাপে কান্দে
কান্দে গোয়ালে গাই।
আসমানেরই কান্দন দেইহা
চোহো আয়ে পানি
আর কয় দিন কান্দন লাগবো
কেউ নাহি তা জানি।
(লেখকের ফেইসবুক থেকে সংগৃহীত)