|

জাককানইবিতে লোকপ্রশাসন ৪র্থ ব্যাচের দিন ব্যাপী র‌্যাগ ডে উদযাপন

প্রকাশিতঃ ১১:৪৬ অপরাহ্ণ | মে ০২, ২০১৮

মিসবাহুল ইসলাম সা‘দ: জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে র‌্যাগ ডে উদযাপন করেছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চলতি বছর ‘স্নাতক’ বিদায়ী এ ব্যাচটির শিক্ষার্থীরা এ আয়োজন করে।

দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের দ্যা গ্রেট সিঁড়িতে কেক কেটে দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মাহযাবিন সুলতানা মিতুল এবং প্রভাষক নূরে আলম। পরে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করে শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ‘জয়বাংলা ভাস্কর্য হয়ে বিজ্ঞান ভবন ও কলা ভবনের নিচ দিয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে এসে লাইব্রেরির সামনে এসে শেষ হয়।

এ সময় হৈ হুল্লোড়ে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শেষ দিনটিকে মনের ভেতরে ধরে রাখতে নাচে-গানে বিভিন্ন বাদ্য বাজিয়ে,রঙ মেখে স্মরণীয় করে রাখে। সঙ্গে সঙ্গে চলে ফটোসেশন আর সেলফির মাতামাতি।

সর্বশেষ সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ, ফটোসেশন এবং ময়মনসিংহের সিলভার ক্যাসেল ব্রহ্মপুত্র রিসোর্টে ওই ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে গালা ডিনার পার্টি, পারফরমেন্স কনসার্ট, নাচ-গান এবং ফানুস উড়ানোর মাধ্যে দিয়ে র‌্যাগ ডে সমাপ্ত হয়।

Print Friendly, PDF & Email