|

জামালপুর জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

প্রকাশিতঃ ৫:২৩ পূর্বাহ্ণ | মে ০৩, ২০১৮

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা পরিষদ ২০১৭/১৮অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী। এসময় দরিদ্র ও মেধাবী ৪৮ জন শিক্ষার্থীর মাঝে এককালীন ৪ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নত জামালপুর জেলার মেধাবী ৪৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তার চেক দেওয়া হয়।

প্রতিমন্ত্রী মির্জা আজম তার বক্তব্যে বলেন,‘আজ  যারা মেধাবী তারাই আগামী দিনের ভবিষ্যৎ,কেউ জাতীয় সংসদের স্পিকার, সচিব, ডিসি, এসপি, ইউএনও থেকে শুরু করে দেশ পরিচালনায় বিভিন্ন পদে যোগদান করবে।

তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা তুলে ধরে বলেন, আমরা এক সময় পিছিয়ে পড়া দেশ ছিলাম। কিন্তু এখন আর আমরা পিছিয়ে নেই। আমাদের দেশ আজ  মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তিনি সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী হয়ে পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য আবু তাহের, মো. ওয়ারেছ আলী ও সাঈদা পারভীন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শ্বাশত এলাহী সাইদিয়া ও আলী ইমাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

Print Friendly, PDF & Email