|

ত্রিশালের নবর্নিমিত ১৬৪টি শহীদ মিনার উদ্বোধন

প্রকাশিতঃ ৬:১১ পূর্বাহ্ণ | মে ০৩, ২০১৮

ত্রিশাল প্রতিনিধি: বুধবার দুপুরে ত্রিশাল বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মা সমাবেশ ও উপজেলায় শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন সরকার শিক্ষা খাতে খুব গুরুত্ব দিচ্ছে তাই এদেশের মানুষকে মানবসম্পদে পরিণত করতে হবে। সব মানুষ যেন উপযুক্ত মানুষ হয়, দক্ষ মানুষ হয়, তাহলেই দেশের লাভ।

মন্ত্রী বলেন, যে যত সমালোচনাই করুক না কেন, আমরা কথায় নয়, কাজের মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।

তিনি বলেন, এবার শিক্ষা খাতে ৬৮ হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে এতো টাকা বাজেট এর আগের কোনো সরকার দেয়নি। তিনি দেশটাকে এগিয়ে নিতে এবং সুন্দর করতে সবাইকে আরো দরদি হওয়ার আহবান জানান। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, সাবেক এমপি রুহুল আমিন মাদানী, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ প্রমুখ।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ত্রিশালে বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬৪টি প্রাথমিক স্কুলের নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email