ফুলপুরে কাউন্সিলর হত্যা: এলাকায় উত্তেজনা ভাংচুর
প্রকাশিতঃ ৩:৪২ পূর্বাহ্ণ | মে ১১, ২০১৮

মোস্তুফা খান, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে পৌর ছাত্রলীগ নেতার হামলায় ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌর যুবলীগের আহ্বায়ক সাদেকুর রহমান (৩৫) খুন হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি থেকে রিকশাযোগে পৌর শহর থেকে বাড়ি ফেরার পথে সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়। মারাত্মক আহত সাদেকুর রহমানকে ফুলপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। কাউন্সিলর সাদেকুর রহমান পৌর শহরের চরপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা মৃত ফজুল হকের ছেলে।
ঘটনার পর এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাতভর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। সাদেকুর রহমানের সমর্থকরা ফুলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি দোকানসহ বেশ কিছু দোকানঘর ভাংচুর করে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমমমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় দুই প্রভাবশালী পরিবারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-কলহ চলে আসছিল। এক পর্যায়ে বিষয়টি এমপি সমর্থিত গ্র“পের ছাত্রলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভক্ত হয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।
ফুলপুর থানার ওসি এ কে এম মাহবুব আলম জানান, শীঘ্রই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে। নিহতর লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা মামলার প্রস্তুতি চলছিল।