মিথ্যা বলে পন্য বেচা হারাম
প্রকাশিতঃ ৯:৩২ অপরাহ্ণ | মে ১৫, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
বর্তমান যুগে মানুষের মাঝে একটা জিনিষ সবচেয়ে বেশি কাজ করে সেটা হল মিথ্যা বলা ও মানুষের সাথে প্রতারনা করা, যেমন একজন ব্যবসায়ী ব্যবসা করে পণ্য বিক্রি করছে এর মধ্যে গলদ জিনিষ দিয়ে সংমিশ্রণ করছে এবং বাজে বা নিম্নমানের পণ্য ধোঁকা দিয়ে বিক্রি করে দিচ্ছে। এখন ধোঁকা দিয়ে যে পণ্য বিক্রি করল আর এ থেকে যে অর্থ লাভ হল যে আয় হল,তা হারাম আয় বলে গণ্য হবে। কারণ ধোঁকা দিয়ে আয় করা হয়েছে। একটি জিনিষ নির্দিষ্ট কোন দেশে তৈরি করা হয়নি আর আপনি বলে দিলেন এটা অমুক দেশের তৈরি। আর এ কথা বলে, তা বিক্রি করে দিলেন। এর ফলে যে আয় হল, তা হালাল নয়। আর এর দ্বারা আপনি যা খাচ্ছেন, তা হালাল নয়। এটা হারাম হয়ে গেছে। আর এদিকে কোন ধ্যানই নেই। আপনি যদি কোন মাল আটকে রেখে জনগণের সমস্যা করে বেশি দামে বিক্রি করেন সেই অর্থ আপনার জন্য হারাম। সুতরাং আমাদের উচিত মিথ্যা না বলা।
প্রকাশক: ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।