|

“বিএনপি‘র ক্ষমতার দাপট আমরা দেখেছি”

প্রকাশিতঃ ১:৩৮ পূর্বাহ্ণ | মে ১৬, ২০১৮

তসলিম খাঁন:

২০০১ সালে বিএনপি ক্ষমতার সময় ভালুকা পৌরসভার মেয়র নির্বাচনে বিএনপির দাপট আমরা দেখেছি। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নির্দেশে আওয়ামীলীগের ৩৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে দিয়েছিলো। নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছিলো জনাব মুন্জুরুল হক তালুকদার। দুই তিনজন মন্ত্রী প্রতিিরাতে ডাকবাংলোতে অবস্হান করতো। প্রতি রাতে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িতে ওসি নুরের নেতৃত্বে হানা দিয়ে হুমকি দিতো। নির্বাচনের পূর্বরাতে এজেন্টদের পুলিশ দিয়ে বাড়ী ছাড়া করেছিলো। কোনো কেন্দ্রে এজেন্ট ছিলোনা। প্রার্থীর পিছনে পুলিশ থাকতো। ভয়ে অনেক নেতা ভালুকা ছাড়তে বাধ্য হয়েছিলো। ময়মনসিংহের তৎকালীন এসপি ছিলো কোহিনুর যার নির্দেশ থাকতো গুলি করে আওয়ামীলীগ হত্যা করার। ভালুকা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৬ টি বুথে একমাত্র এজেন্ট হিসেবে ঘন্টা খানেক থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম।

লেখক: যুবলীগ নেতা, ভালুকা উপজেলা শাখা। (লেখকের ফেইসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email